আসসালামু আলাইকুম, সবাইকে সহায়ক এ স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ । আজ আমরা কথা বলবো স্ক্রিন রেকর্ডিং এর জন্য বেস্ট একটি সফটওয়্যার নিয়ে। তোঁ চলুন শুরু করা যাক।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা টিউটোরিয়াল ভিডিও করতে খুবই ভালোবাসেন । কিন্তু সবাইকে সঠিক স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নির্বাচনে বিভ্রান্তির খপ্পরে পড়তে হয় । অনলাইনে প্রচুর স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার রয়েছে যা বলা বাহুল্য । এর মধ্যে আমরা আজ একটি স্মার্ট, সহজ এবং ফাংশনাল স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার এর সাথে পরিচিত হবো ।
বেস্ট স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার
অনেকেই হয়তোবা BANDICAM সাথে পরিচিত আবার হয়তোবা BANDICAM সম্পর্কে জানেন ই না । যারা এই স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার সম্পর্কে জানেন তাদের নিশ্চই এই সফটওয়্যার টি সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন হয়েছে । যারা নতুন তারা এই আর্টিকেল টি ফলো করুন । এই আর্টিকেল টিতে BANDICAM এর ডাউনলোড লিঙ্ক সহ যাবতীয় তথ্য প্রকাশিত হয়েছে ।
BANDICAM হচ্ছে এমন একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার যা দ্বারা সহজেই গেইম, স্ক্রিন ও ডিভাইস রেকর্ডিং করা সম্ভব। এটি খুব লাইটওয়েট একটি সফটওয়্যার, এছাড়া BANDICAM এ রয়েছে আকর্ষনীয় অনেক ফিচার সমূহ!
আকর্ষনীয় সব ফিচার!
- রেকর্ডিং এর স্থান নির্বাচন করা
- ভিডিও এর সাথে ভয়েস রেকর্ডিং করা
- মাউস ক্লিক ইফেক্ট
- রেকর্ডিং এর সময় লগো বসানো
- রেকর্ডিং এর সময় ওয়েবক্যাম অভারলে এড করা
- ফ্রেম পার সেকেন্ড (এফপিএস) সেট করা
- অডিও/ভিডিও কোয়ালিটি সেট করা ইত্যাদি ইত্যাদি
বিস্তারিত জানতে BANDICAM -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিন ।
ফেইসবুকে ওয়েবসাইট লিংক ব্লক হলে আনব্লক করবেন যেভাবে
ইন্সটল করতে যা যা প্রয়োজন!
- অপারেটিং সিস্টেমঃ Windows XP/7/8/10
- বিটঃ x64/x32
- র্যামঃ 512Megabytes
- ডিস্কঃ 50Megabytes Free
BANDICAM এর সম্পূর্ণ ভার্শন উপভোগ করতে হলে আপনাকে এটির ফুল ভার্শন কিনে নিতে হবে । কিন্তু আপনি এই রেজিস্ট্রেশন সিস্টেম কে বাইপাস করার মাধ্যমে এর ফুল ভার্শন উপভোগ করতে পারবেন ।
এর জন্য নিচে BANDICAM এর ক্র্যাক ভার্সন ও দিলাম 😉
এই ক্র্যাক সফটওয়্যার টি ইন্সটল দেয়ার পূর্বে আপনার এন্টিভাইরাস টি অফ করে নিন, তা না হলে আপনার এন্টিভাইরাস এই ফাইল এ ম্যালওয়ার হিসেবে ধরে নিবে এবং ফাইল টি কেটে দিবে।
চলুন দেখে নিই কীভাবে এটি ইন্সটল করবেন
উপরের দেয়া লিংক থেকে ক্র্যাক ফাইল টি ডাউনলোড করে নিন। তার পর জিপ ফোল্ডার টি আনজিপ করুন এবং ইন্সটল করুন।
ব্যাস! আপনার কাজ শেষ, এবার লাইফটাইম স্ক্রিন রেকর্ডিং করুন!
আজ এই পর্যন্তই । যদি আমাদের আর্টিকেলটি একান্তভাবে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে জানিয়ে দিন । সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এবং আমাদের সাথেই থাকুন!
নিয়মিত আমাদের আপডেট পেতে আমাদের এন্ড্রয়েড এপ ডাউনলোড করুন।
Comments