আসসালামু আলাইকুম, সবাইকে সহায়ক এ স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ । আজ আমরা কথা বলবো আপনি কীভাবে আপনার ওয়েবসাইট এর জন্য ক্লাউডফ্লেয়ার থেকে ফ্রী এসএসএল নিবেন, তোঁ চলুন শুরু করা যাক।
SSL কি?
এসএসএল কি সেটা জানতে ভিজিট করুন নিচের লিংক এ
SSL সার্টিফিকেট কি? কি কাজে লাগে এবং কিভাবে পাবো?
কীভাবে আপনার ওয়েবসাইট এর জন্য ফ্রী এসএসএল নিবেন? (ক্লাউডফ্লেয়ার)
– প্রথমে CloudFlare এ একটি একাউন্ট করে নিন।
– তার পর Add A Site এ ক্লিক করুন
– নতুন পেজ আসার পর এই বক্স এ আপনার ডোমেইন নেম দিন এবং Add Site এ ক্লিক করুন
– তার পর এখান থেকে ফ্রী প্ল্যান টি সিলেক্ট করুন এবং কনফার্ম করুন
– এখন ক্লাউডফ্লেয়ার আপনার ডোমেইন স্ক্যান করে নিবে এবং নিচের মত পেজ আসলে Confirm এ ক্লিক করুন
– এর পর ক্লাউডফ্লেয়ার থেকে দেয়া NameServer এর সাথে আপনার ডোমেইন এর চেঞ্জ NameServer করুন এবং Done, Check Nameservers এ ক্লিক করুন।
– এখান থেকে আপনি চাইলে এই মিনিফাই অপশন গুলো কে টিকমার্ক করে দিতে পারেন (এতে আপনার সাইট এর স্পিড অনেকটাই বাড়বে)
– তার পর নিচে থেকে এই এসএসএল/টিএলএস মেনু থেকে Full অপশন সিলেক্ট করুন এবং Done এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ, এখন এক কাপ কফি বানিয়ে খান ততক্ষন এ আপনার ওয়েবসাইট এ এসএসএল ইস্যু হয়ে যাবে 🙂
আজ এই পর্যন্তই । যদি আমাদের আর্টিকেলটি একান্তভাবে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে জানিয়ে দিন । সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এবং আমাদের সাথেই থাকুন!
নিয়মিত আমাদের আপডেট পেতে আমাদের এন্ড্রয়েড এপ ডাউনলোড করুন।
Comments