আসসালামু আলাইকুম, সবাইকে সহায়ক এ স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ । SSL সার্টিফিকেট কি? কি কাজে লাগে এবং কোথায় পাবো?
আজকে আমরা SSL Certificates এর সাথে পরিচিত হবো এবং কি কাজ করে এবং কোথায় পাওয়া যায় এই SSL, সে সম্পর্কে কিছু আলোচনা করবো ।
SSL কি?
SSL সার্টিফিকেট কি? কি কাজে লাগে এবং কিভাবে পাবো?
আপনারা দেখে থাকবেন, আপনারা যা নতুন একটি ওয়েবসাইট তৈরি করেন তখন আপনাদের ওয়েবসাইটে “HTTPS” থাকে না বা থাকলেও সাইট টির এড্রেস এর পাশে রেড এলার্ট দেখায় । এর কারণ হচ্ছে, আপনার সাইট এ SSL ইন্সটল করা নেই । আপনি যদি আপনার হোস্টিং প্রোভাইডার বা আপনি নিজেই SSL কিনে আপনার সাইটে সেট আপ করেন তবে আপনার সাইটের এড্রেস বারের পাশে গ্রীন আইকন দেখাবে!
বর্তমানে অনেক ফ্রী SSL পাওয়া যাচ্ছে । আবার, কোনো কোনো হোস্টিং প্রোভাইডার বা কোম্পানি হোস্টিং এর সাথে SSL ফ্রী দিয়ে দেয়; যেমনঃ Let’s Encrypt ।
SSL সার্টিফিকেট কেনো ব্যাবহার করবো?
SSL সার্টিফিকেট ব্যাবহার করার অনেক গুলো কারণ রয়েছে । আপনি যদি বড় কোনো অনলাইন শপিং কোম্পানি খোলেন । আপনি আপনার কোম্পানির যা থাকা দরকার তা রাখেন কিন্তু আপনার ওয়েবসাইটে SSL না থাকে, সে ক্ষেত্রে আপনার সকল কষ্ট বৃথা । পরে যদি আপনি SSL না সেটাপ করেন । শেষে দেখা গেলো, কোনো কাস্টোমার আপনার কোম্পানি কে বিশ্বাস করছেনা । এর কারণ হচ্ছে, SSL এমন একটি সার্টিফিকেট যেখানে ভিজিটরদের সকল গোপনীয় তথ্যের নিরাপত্তা থাকে । বিশ্বাসের সাথে বিভিন্ন পেমেন্ট কার্ড ব্যবহার করতে পারে । SSL না থাকলে তাদের গুরুত্বপূর্ণ তথ্যাবলী কেউ সহজেই হাতিয়ে নিতে পারে । এজন্য, কাস্টোমার রা SSL বিহীন কোনো সাইট বা কোম্পানি কে বিশ্বাস করেনা । মোট কথায় SSL আপনার ওয়েবসাইট কে ভিজিটর দের কাছে বিশ্বাস যোগ্য করে তোলে ।
SSL কিভাবে পাবো?
আপনার বড় ধরনের কোনো কোম্পানির জন্য SSL সার্টিফিকেট অবশ্যই জরুরী । বর্তমানে অনেক কোম্পানি আছে যারা SSL প্রোভাইড করে । আপনি তাদের কাছে আপনার কোম্পানির সম্পর্কে ডিটেইলে তারা যাচাই করে আপনার কোম্পানি SSL সার্টিফিকেট এর অন্তর্ভুক্ত করে দেবে । নিচে কিছু কোম্পানির লিস্ট দিচ্ছি যারা SSL সার্টিফিকেট প্রোভাইড করেঃ
এছাড়াও, আরো প্রচুর বিশ্বস্ত কোম্পানি আছে যারা SSL প্রোভাইড করে থাকে । আপনি চাইলে CloudFlare এর ফ্রী SSL ব্যাবহার করতে পারেন অথবা বর্তমানের হোস্টিং এ থাকা ফ্রী SSL ও ব্যাবহার করতে পারেন ।
আগামী পর্বে কীভাবে ফ্রী এসএসএল পাওয়া যায় সে নিয়ে কথা বলবো, আজ এই পর্যন্তই । বেশি কথা বাড়াতে চাচ্ছিনা । যদি আমাদের আর্টিকেলটি একান্তভাবে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে জানিয়ে দিন । সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এবং আমাদের সাথেই থাকুন!
Comments